খড়্গপুরে বাম নেতাকে রাস্তায় মারধরের ঘটনায় আগাম জামিন পেলেন তৃণমূলেের বহিষ্কৃত নেত্রী বেবি কোলে। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতে বেবির আগাম জামিনের আবেদনের শুনানি হয়। সেখানেই বিচারক বেবির আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে রয়েছে কিছু শর্তও।
বেবির আইনজীবী ললিত জয়সওয়াল জানান, মারধরের ঘটনায় ওই বামনেতার কোনও আঘাত লাগার (এক্সটারনাল ইনজুরি) রিপোর্ট নেই। বিচারক সব দিক খতিয়ে দেখার পরে পাঁচ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেছেন। শর্ত, সপ্তাহে এক দিন মহিলা থানায় হাজিরা দিতে হবে বেবিকে। বাম নেতা অনিল দাসকে হুমকি দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারক। অন্য দিকে অনিল বলেন, ‘‘এটা লজ্জার দিন। প্রকাশ্য রাস্তায় একজন বয়স্ক ব্যক্তিকে মারধর করল। দেশের মানুষ তা দেখল। হাই কোর্টে আগেই মামলা করা হয়েছে, সেখানে সব কিছু তুলে ধরা হবে। হাই কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে।’’
খড়্গপুরের খরিদা এলাকায় বাম নেতা অনিলকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলনেত্রী বেবির বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল। সেখান থেকে তাঁকে টেনে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম), বৃদ্ধের গায়ে রং ঢেলে তাঁকে জুতোপেটা করছেন এক মহিলা। অনিল কোনও রকমে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে আবার রাস্তায় ফেলে মারধর করা হয়। পরে স্থানীয়দের সাহায্য নিয়ে খড়্গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অনিল।
ওই ঘটনার পরেই বেবিকে শো কজ় করে তৃণমূল। পুলিশও বেবিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেবিও প্রবীণ বাম নেতা অনিলের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।