ভাঙড় আছে সেই ভাঙড়েই। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি চলল চালতাবেড়িয়া এলাকায়। বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন স্থানীয় তৃণমূল নেতা রজ্জাক খাঁ। ঘটনাস্থল থেকে জখম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে খবর, ভাঙড় থেকে বাড়িতে ফিরছিলেন ওই নেতা। সেই সময়ে বাইকে করে বেশ কয়েক জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এলাকায় সক্রিয় নেতা হিসেবেই পরিচিত রজ্জাক। শুধু তাই নয় সওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি। রাজনৈতিক কারণে হামলা কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে দলের কর্মী-সমর্থকেরা দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। দলের একাংশের দাবি, পরিকল্পিত ভাবেই হামলা চালানো হয়েছে। জনপ্রিয়তার কারণেই হামলা বলে দাবি করা হচ্ছে।
গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় থানা সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।