• প্রাক্তন ছাত্রনেতার বডি ম্যাসাজ করছেন বহিরাগত যুবক! সুন্দরবন কলেজের ভিডিওয় ফের বিতর্ক
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: কলেজ চত্বরে বিয়ের ডিভিও সমাজ মাধ্যমে ভাইরাল। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই ভাইরাল আরও একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমে প্রাক্তন তৃণমূল ছাত্রনেতার বডি ম্যাসাজ করে দিচ্ছেন বহিরাগত এক যুবক। (যদিও কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। ফের এমন একটি ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে তোলপাড় শিক্ষামহলে।

    ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরের ভিতর বহিরাগত এক যুবক প্রাক্তন এক তৃণমূল ছাত্র পরিষদ নেতার গা-হাত-পা টিপে দিচ্ছেন। জিমে চলছে তারস্বরে চলছে গান। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের হইচই শুরু হয়। জানা গিয়েছে, কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা কুণাল মিস্ত্রির গা-পিঠ টিপে দিচ্ছে এক বহিরাগত যুবক দেবজ্যোতি পাল।

    কুণাল ওই কলেজের ছাত্র হলেও দেবজ্যোতি কোনওদিন কলেজে পড়াশোনা করেননি। ঘটনা প্রকাশ্যে আসতেই এদিন দেবজ্যোতি জানান, তিনি কোনও দিনই কলেজের ছাত্র ছিলেন না। বিকেলে কলেজে মাঠে ফুটবল খেলতে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেন কলেজ চত্বরে। একদিন বৃষ্টিতে কলেজের ইউনিয়ন রুমে ঢুকে পড়েন। এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রাক্তন নেতার গা-হাত-পা টিপে দেয়।

    এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ড: শুভঙ্কর চক্রবর্তী জানান, বিষয়টি তাঁর জানা নেই। এই ঘটনার পর শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়ে এক বৈঠকে বসেন কলেজের অধ্যক্ষ। বৈঠকে আলোচনা হয়েছে আগামী দিনে এসব নিয়েই গভর্নিং বডিতে একটি জরুরি বৈঠক ডাকা হবে।সেখানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি জানানো হবে বলে জানা গিয়েছে। যারা ঘটনার তদন্ত করে রিপোর্ট দেবে।

    এদিকে কলেজের নিরাপত্তার দিকটিও আরও আঁটোসাঁটো করা হচ্ছে। কলেজের মাঠে বিকেলে স্থানীয় তরুণ-যুবকদের ফুটবল খেলার যে অনুমতি দেওয়া হয়েছিল, এই কাণ্ডের পর সেই অনুমতি বহাল রাখা হবে কিনা তা চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়াও গর্ভনিং বডির বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। 
  • Link to this news (প্রতিদিন)