• ‘প্রতিটি জেলায় হবে শপিং মল, ১ টাকায় মিলবে জমি’, ‘শিল্পান্ন’র উদ্বোধন মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্প ও কর্মসংস্থানই যেন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার যেন তারই বাস্তবায়ন ঘটল আরও একবার। এদিন আলিপুরে ‘শিল্পান্ন’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন বড় ঘোষণাও করলেন তিনি।

    চর্ম ও কুটির শিল্পকেন্দ্র আলিপুরের ‘শিল্পান্ন’। সেখানে মোট ৪৬টি স্টল রয়েছে। কীভাবে ‘শিল্পান্ন’র ভাবনা এল, তা নিজেই জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমি রাস্তায় যেতে যেতে তাকিয়ে থাকি। কোথায় আমাদের জমি খালি পড়ে আছে। কী করা যায়। সেইভাবেই ‘শিল্পান্ন’র ভাবনা এসেছিল। ভারতে লেদার শিল্পে বাংলা নম্বর ওয়ান। মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন। বাইরে যে ব্যাগ ৩০-৪০ হাজার টাকায় কিনতে হয়, এখানে সেটাই তিন হাজার টাকায় পেয়ে যাবেন।”

    আলিপুর চিড়িয়াখানার বিপরীতে শপিং মল খোলার পরিকল্পনার কথা আরও একবার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে তাদের জন্য একটাই শর্ত দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।” তার ফলে রাজ্যের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও হবে।
  • Link to this news (প্রতিদিন)