• হাজার হাজার মানুষের ভিড়, তারকেশ্বরে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় উদ্যোগ...
    আজকাল | ১১ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: শ্রাবণী মেলা চলাকালীন এবার ঘাটে তৎপর থাকবে ওয়াটার অ্যাম্বুলেন্স। গোটা শ্রাবণ মাস ধরে চলবে শ্রাবণী মেলা। এই সময়ে জেলা তথ্য রাজ্য সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীরা ভিড় করেন তারকেশ্বরে। প্রতিবছরের ছবি একটাই। বিপুল ভিড়। আর এই ভিড় সামলাতে একপ্রকার হিমশিম খেতে হয় সকলকে। আগে থেকেই প্রস্তুতও থাকতে হয়।

    বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে জল তুলে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। বিশেষ করে সপ্তাহের শনিবার এবং রবিবার লক্ষাধিক মানুষের ভিড় হয়ে থাকে। ফলে গঙ্গার ঘাট গুলিতে জল তোলার ভিড় অত্যধিক বেড়ে যায়। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ। 

    আরও পড়ুন: ‘মেয়ের ইনসুলিন কেনার ক্ষমতাটুকুও নেই’, ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন ঋণগ্রস্ত বাবা

    কারণ, ঘাট থেকে রাস্তার পরিসর ছোটো। ফলে ভিড়ের চাপে অনেক সময় পূণ্যার্থীদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। অনেক সময় জল তোলার সময় ঘাটে অনেকের শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাঁদের ভিড়ে ঘাট সংলগ্ন এলাকা ঠাসা থাকার ফলে কোনও দূর্ঘটনা ঘটলে দ্রুত প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। একইসঙ্গে অসুস্থ ব্যক্তিকে ভিড় ঠেলে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ভিড়ের  কারনে স্থলপথে ঘাট সংলগ্ন এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। 

    তাই এবারে দ্রুত পরিষেবা পৌঁছনোর লক্ষ্যে গঙ্গার ঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হল। বৃহস্পতিবার ওয়াটার অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার, বৈদ্যাবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত সহ জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার আধিকারীকরা। 

    এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মহকুমা শাসক জানান,অনেক সময় মেডিকেল ইমারজেন্সির প্রয়োজন হয়ে পরে। প্রচণ্ড ভিড়ের চাপে সময়মতো সেই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে খুব কাজে দেবে এই ওয়াটার অ্যাম্বুলেন্স। এতে লাইফ সাপোর্ট সিস্টেম। অক্সিজেন থেকে অক্সিমিটার, চিকিৎসার যাবতীয় সব কিছুই মজুত থাকবে। প্রশাসনের তরফে প্রত্যেক বছরই শ্রাবনী মেলার লক্ষ্যে নতুন নতুন ভাবনা থাকে। এই।প্রসঙ্গে বিধায়ক জানান,রাস্তাঘাট অপ্রশস্ত। অত্যধিক ভিড় থাকে। তাই ভিড় এড়িয়ে জলপথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়া যাবে ওয়াটার অ্যাম্বুলেন্সে। প্রাথমিক চিকিৎসাও দেওয়া যাবে। অ্যাম্বুলেন্সে জেলা স্বাস্থ্য দপ্তরের টিম থাকবে। তাঁরাই গোটা বিষয়টা দেখভাল করবে।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)