আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকায় ফের রহস্যজনক মৃত্যুর ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জগন্নাথ মন্দিরের সামনে খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি এলাকাতেই বসবাস করতেন এবং সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিন সকালে খালে দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আনন্দপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি হত্যা না আত্মহত্যা—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মৃত ব্যক্তি স্বাভাবিকভাবে খালে পড়ে গিয়েছিলেন, না কি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে—এই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। খাস এক অভিজাত আবাসনের পাশের খাল থেকেই দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তদন্তে স্বচ্ছতা আনতে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।