• বৃহস্পতিবারও এই এই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কবে থামবে দুর্যোগ?‌ প্রশ্ন আমজনতার...
    আজকাল | ১০ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টি হয়েই চলেছে। নাজেহাল রাজ্যবাসী। কবে থামবে এই বৃষ্টি?‌ এই প্রশ্নই এখন ঘুরছে আমজনতার মনে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরছে। বুধবার রাতেই বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে। গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে।

    তবে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ১৪ জুলাইয়ের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে।

    এদিকে, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরেও রবিবার অবধি চলবে বৃষ্টি। আগামী সপ্তাহে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। 

    বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়া‌‌স। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম।
  • Link to this news (আজকাল)