দিঘায় হোটেলের ঘর বুক করতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার হলেন এক তরুণী। তিন বারে মোট ৮৬ হাজার ৫৩০ টাকা দেওয়ার পরে দিঘা পৌঁছে তিনি বিষয়টি বুঝতে পারেন।
খড়দহ থানা এলাকার বাসিন্দা চিত্রাক্ষী চক্রবর্তী গত ৪ জুলাই ছেলে, বৃদ্ধা মা ও পোষ্য কুকুরকে নিয়ে দিঘার উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িতে যাওয়ার পথে ইন্টারনেটে একটি হোটেলের সন্ধান পান তিনি। হোটেলের ওয়েবসাইট থেকে একটি নম্বর সংগ্রহ করে ফোন করেন। এক ব্যক্তি ম্যানেজার পরিচয় দিয়ে চিত্রাক্ষীকে জানান, ৪-৬ জুলাই পর্যন্ত তিনটি ঘরের ভাড়া বাবদ তাঁকে ২৮৫০০ টাকা দিতে হবে। চিত্রাক্ষী অনলাইনে দেন ২৮৫৫০ টাকা।
তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি জানান, যে হেতু ৫০ টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে, তাই সমস্যা হচ্ছে। নির্দিষ্ট অঙ্কই দিতে হবে। দ্বিতীয় বারেও ভুল অঙ্কের টাকা পাঠান চিত্রাক্ষী। তৃতীয় বার দিতে হয় টাকা। তার পরেও ওই ব্যক্তি সিকিয়োরিটি ডিপোজ়িট হিসাবে ২৫ হাজার টাকা চাইলে চিত্রাক্ষীর সন্দেহ হয়। তাঁরা দিঘায় পৌঁছে ওই হোটেলে গিয়ে জানতে পারেন, তাঁর নামে কোনও ঘর বুকিংই হয়নি। এর পরেই ৫ জুলাই দিঘা মোহনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রাক্ষী।