• সোনারপুর কলেজে বিক্ষোভে এসএফআই
    আনন্দবাজার | ১০ জুলাই ২০২৫
  • সোনারপুর কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী তৃণমূলের এক যুবনেতার মাথা টিপে দিচ্ছেন, কলেজের ইউনিয়ন রুমের এমন একটি ভিডিয়ো মঙ্গলবার প্রকাশ্যে এসেছিল (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)। যা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। সেই ঘটনায় বুধবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখাল এসএফআই। কলেজের গেটে সংগঠনের পতাকা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। কলেজের প্রাক্তন ছাত্রদের একটি দল বিক্ষোভ দেখায়। যদিও তৃণমূল ছাত্র পরিষদের তরফে আগেই ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করা হয়েছে।

    এসএফআইয়ের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, ‘‘৪০ বছরের ছাত্রনেতা কলেজে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’’ কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা, হাই কোর্টের নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ রাখা এবং এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছে এসএফআই। পাশাপাশি, রাজ্য জুড়ে সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয়েছে।

    এ দিন কলেজ চত্বরে গিয়ে দেখা যায়, পরিচয়পত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। ভিডিয়ো-বিতর্কের পরেই এই পদক্ষেপ কিনা, সে ব্যাপারে কর্তৃপক্ষ মন্তব্য করতে চাননি। তবে পড়ুয়ারা জানিয়েছেন, এই ব্যবস্থা আগে সে ভাবে ছিল না।
  • Link to this news (আনন্দবাজার)