‘জয়ন্ত সিংহকে কেউ এখন ভয় পাচ্ছে না। আবার ভয় পাবে’— মাটিতে ফেলে পেটানোর সময়ে এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আড়িয়াদহের ‘ত্রাস’ জায়ান্ট ওরফে জয়ন্তের ভাই শুভম সিংহ এবং তার দলবলের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় মারধরের অভিযোগ তুললেন স্থানীয় এক যুবক। মঙ্গলবারের ওই ঘটনায় প্রশ্ন উঠেছে, তবে কি এলাকায় ফিরছে জয়ন্তের ‘দাদাগিরি’? বুধবার রাতে অবশ্য কামারহাটি-বেলঘরিয়ার মাঝে বিটি রোড সংলগ্ন একটি নার্সিংহোম থেকে শুভমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বছর জুলাইয়ে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরে গ্রেফতার হয় জয়ন্ত ও তার বাহিনী। পরে এক নাবালককে চোর সন্দেহে ক্লাবে এনে যৌন হেনস্থা, প্রেম সংক্রান্ত বিষয়ে এক যুবককে ঝুলিয়ে মারধর, বাজারে গুলি চালানোর প্রশিক্ষণ-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জয়ন্তের নাম জড়ায়। প্রায় এক বছর ধরে জেলবন্দি জয়ন্ত। মে মাসে অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় সমাজমাধ্যমে লাইভ করে আড়িয়াদহের এক বাসিন্দা ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, মঙ্গলবার আড়িয়াদহ পাটবাড়ি এলাকায় কামারহাটির জিৎ দাসকে রাস্তায় ফেলে পেটায় শুভম ও তার দলবল। অচৈতন্য অবস্থায় প্রায় ১৫ মিনিট পড়ে থাকার পরে জিৎকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার জিৎ বলেন, ‘‘মারধরের সময়ে বলছিল, আবার জয়ন্ত সিংহকে সকলে ভয় পাবে।’’ ব্যারাকপুর সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’