• আচমকাই ডায়মন্ড হারবারের গঙ্গায় ঝাঁপ মহিলার
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা। বুধবার রাতে ডায়মন্ড হারবার পুরসভার জেটিঘাটের কাছে হুগলি নদীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ন’টা নাগাদ আচমকাই ওই মহিলা নদীতে ঝাঁপ দেন। তখন নদীর চারপাশে লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপ দেন মহিলা। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই জোয়ার থাকায় মুহূর্তে তলিয়ে যান তিনি। তবে মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়েই ডায়মন্ড হারবার থানার পুলিশ ও বিপর্যয়ের মোকাবিলা বাহিনী মহিলার সন্ধানে নদীতে তল্লাশিতে নামে। কিন্তু কোনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

    কী কারণে মহিলা আত্মঘাতী হলেন, মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হতে চলেছে ওই মহিলার খোঁজে তল্লাশি।
  • Link to this news (প্রতিদিন)