• প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয় চত্বরে সারমেয়কে পিটিয়ে খুন
    দৈনিক স্টেটসম্যান | ১০ জুলাই ২০২৫
  • নৃশংসভাবে পেটানো হচ্ছে সারমেয়কে। বাঁশ,লাঠি দিয়ে পেটাচ্ছে ছাত্ররা। নেতৃত্ব দিচ্ছেন খোদ প্রধান শিক্ষক। তাঁর হাতেও দেখা গিয়েছে লাঠি। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। ভিডিও দেখে আঁতকে উঠলেন পশুপ্রেমীরা। অভিযোগ থানায়। সারমেয়টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নৃশংস ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর গয়েশপুরে।

    স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি সারমেয়কে পেটানোর ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, স্কুলের পোশাক পড়ে কয়েকজন ছাত্র বাঁশ, লাঠি দিয়ে একটি সারমেয়কে পিটিয়ে মেরে ফেলেছে। তাঁদের পাশে লাঠি হাতে দাঁড়িয়ে স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক। মারা যাওয়ার পরও বেধড়ক পেটানো হচ্ছে সারমেয়টিকে। নৃশংস এই ভিডিও দেখে আঁতকে ওঠেন সকলে। রাতেই গয়েশপুর ফাঁড়িতে দ্বারস্থ হন পশুপ্রেমীরা। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান তাঁরা।

    জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্ররা গয়েশপুর নেতাজি বয়েজ বিদ্যামন্দির স্কুলের ছাত্র। তাদের সঙ্গেই ছিলেন খোদ স্কুলের প্রধানশিক্ষক গৌর ভাওয়াল। পশুপ্রেমী ইশা চন্দ জানান, নৃশংস ঘটনা। এই ঘটনার কথা আমাদের কাছে আসতেই আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষকের নামে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছি। দোষীদের অবিলম্বে শাস্তি চাই। বুধবার ময়নাতদন্তের জন্য সারমেয়টিকে পাঠানো হয়েছে। যদিও ক্ষমা চেয়ে দায় সেরেছেন প্রধান শিক্ষক গৌর ভাওয়াল।

    তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এর জন্য আমি সকলের কাছ ক্ষমাপ্রার্থী। সারমেয়টি ছাত্রদের কামড়েছে। সেই কারণে সারমেয়টিকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফের সারমেয়টি স্কুল ক্যাম্পাসে আসায় হঠাৎ ছাত্ররা সারমেয়টিকে লাঠি দিয়ে মারে। বারণ করা হয়েছিল। কিন্তু ছাত্ররা সেটা শোনেনি। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কারণ সারমেয় আমরা সকলে ভালবাসি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)