নদিয়ায় স্কুলচত্বরে পথকুকুরকে পিটিয়ে খুন! গ্রেপ্তার প্রধানশিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মী...
আজকাল | ১০ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার গয়েশপুরে স্কুলচত্বরে পথকুকুরকে পিটিয়ে খুন করার অভিযোগে গয়েশপুর নেতাজি বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক এবং এক গ্রুপ-ডি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৮ জুলাই দুপুর সাড়ে ১১টা নাগাদ স্কুল চলাকালীন বিদ্যালয় চত্বরে একটি নিরীহ সারমেয়কে গাছের মোটা ডাল, কাঠ ও অন্যান্য ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনাটি ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলি। প্রধান শিক্ষক-সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা গয়েশপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছে পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, এই বর্বর ঘটনায় অ্যানিম্যাল অ্যাক্ট, ১৯৬০ অনুসারে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। মৃত সারমেয়টির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি প্রাণী সুরক্ষা আইনে পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দিয়েছিল পুলিশ। তারপরই বুধবার গ্রেপ্তার করা হল দু’জনকে।
স্কুলের প্রধান শিক্ষক দাবি করেছিলেন, সারমেয়টি দীর্ঘদিন ধরে স্কুলের আশেপাশে ঘুরে বেড়াত। কিছুদিন ধরে তার আচরণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। পুরসভা, প্রশাসন এবং অন্যান্য দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। গতকাল একাধিক শিক্ষক ও ছাত্রকে কামড়ে দেয় কুকুরটু। এরপর আমরা তাড়ানোর চেষ্টা করি। কিন্তু পাশের পাড়ার কিছু লোক এসে সারমেয়টিকে মারধর করে। স্কুল কর্তৃপক্ষ এভাবে মারধরকে সমর্থন করে না। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।