মিল্টন সেন,হুগলী,৮ জুলাই: আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। চায়না সুতোয় গলা কাটল যুবকের। সুতো পেঁচিয়ে পড়ে গিয়ে আহত হলো তাঁর দুই বছরের শিশু পুত্র। ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে ছোটদের চায়না সুতো না দেওয়ার আবেদন জানালেন আহত যুবক। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রথতলা এলাকায়।
সোমবার সকালে পিকু চক্রবর্তী নামে এক যুবক বাইকে করে তাঁর দুই বছরের শিশুকে নিয়ে দোকানে যাচ্ছিলেন। সেই সময় পাশেই ঘুড়ি ওড়াচ্ছিল স্থানীয় কিছু বালক। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই রাস্তার উপর ঝুলতে থাকা চায়না সুতো আচমকা তাঁর গলায় আটকে যায় । গলায় সুতো পেঁচিয়ে অনেকটাই কেটে যায়। রক্ত ঝরতে থাকে। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান তিনি। গুরুতর আহত হন তিনি ও তাঁর শিশু সন্তান। রথতলায় একটি শিশুদের স্কুল আছে। স্থানীয়রা এবং স্কুলের কিছু অভিভাবক দ্রুত ছুটে এসে আহত বাবা ও শিশুকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বাড়ি ফিরিয়ে আনা হয়। আহত যুবক বলেন, তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। যে বালকরা চায়না সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে তাদের অভিভাবকরা ওদের চায়না সুতো কিনে দেওয়া থেকে বিরত থাকুন। পিকু বাবুর স্ত্রী মৌপালী গাঙ্গুলী বলেন, তাঁর স্বামী আর সন্তানকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এই দৃশ্য একজন মায়ের পক্ষে সহ্য করা কঠিন। প্রশাসন এবং সকল অভিভাবকের কাছে তাঁর অনুরোধ এই ধরণের সুতো যেন আর কোনও শিশুর হাতে না দেওয়া হয়।
চায়না সুতোয় এর আগেও দূর্ঘটনা হয়েছে। মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন সুতোয় ঘুড়ি ওড়ানো বিপজ্জনক। তবু এর বিক্রি বন্ধ হয়না। প্রশাসন থেকে অভিযান চালিয়ে ধরপাকড় করা হলেও চায়না সুতো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাই বারবার ঘটছে এমন দূর্ঘটনা।