• ‘মমতার সঙ্গে রাজনৈতিক লড়াই’, ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন শমীক ভট্টাচার্য
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৫
  • রমেন দাস: ছাব্বিশের নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তির নম্র, বাগ্মী শমীক ভট্টাচার্যকেই রাজ্য বিজেপির সভাপতির আসনে বসানো হয়েছে। আর সেই দায়িত্ব পেয়েই সব ধর্মকে একসঙ্গে নিয়ে বাংলায় বদলের ডাক দিয়েছেন শমীক। মঙ্গলবার সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রাজনৈতিকভাবেই লড়াই করবেন। কারণ ব্যক্তিগত আক্রমণে তিনি বিশ্বাসী নন। 

    রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নাম ঘোষণার দিন থেকেই ‘গোবলয়ের দলে’র তকমা সরিয়ে বিজেপিকে বাঙালির ঘরের করে দেখানোর চেষ্টা করছেন শমীক। মঞ্চের পিছনে রেখেছিলেন মা কালীর ছবি। একইসঙ্গে বলেছিলেন, সংখ্যালঘুদেরও বুঝতে হবে যে বিজেপি তাদের শত্রু নয়। অর্থাৎ হিন্দুত্ববাদের জিগির তোলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উলটো পথেই হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির ‘আদি’ নেতা শমীক বিধানসভায় একা বিজেপির গড় সামলেছেন। সেই শমীকই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করা রাজনীতির কাজ নয়।

    সংবাদ প্রতিদিন ডট ইন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে তাঁকে ব্যক্তিগত আক্রমণ রাজনীতির কাজ নয়। রাজনীতি মানে একটা মতাদর্শের সঙ্গে আরও একটি মতাদর্শের লড়াই। একটি কর্মসূচির সঙ্গে আরও একটি পালটা কর্মসূচির লড়াই। একটা ভাবনার সঙ্গে আরও একটি ভাবনার লড়াই। এটাই রাজনীতি।”

    তবে শমীকের এই ভাবনাকে তাঁর দলেরই অনেকে মানেন না। সাম্প্রতিক অতীতে এর অনেক উদাহরণ রয়েছে। গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা, বলা ভালো ‘নব্য’ বিজেপির নেতারা একাধিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ। সেই আক্রমণ যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি ব্যক্তিগত। তেমনটাই মনে করে ওয়াকিবহল মহল।

    তাহলে কি শমীক জমানায় গেরুয়া শিবির এই কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে দাড়ি টানবে? তাঁর নেতা-বিধায়কদের বলবেন লড়াই হবে রাজনীতির মাঠে, ব্যক্তিগত আক্রমণে নয়? আগামী বছরই বিধানসভা নির্বাচন। সেখানে তাঁর রণকৌশল কী হবে, আর আংশিক আভাস মিলেছে। তবে আজকের দেওয়া সাক্ষাৎকারে বলা কথা তিনি রাখবেন নাকি অন্য নেতাদের মতোই ব্যক্তিগত আক্রমণের পথে যাবেন, সেটা সময় বলবে। তবে শমীক দায়িত্ব নিয়েই বিজেপিকে আরও বাঙালির কাছের করতে যে উদ্যোগী, তা বলার অপেক্ষা রাখে না।
  • Link to this news (প্রতিদিন)