তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস অর্থাৎ ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সেই কর্মসূচির অনুমতি দিল না পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, বিজেপিকে চিঠি পাঠিয়ে ওই কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে। এদিকে পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির।
কসবার আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিরোধী শিবির রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করার কথা ঘোষণা করেছিল বিজেপি। শহিদ দিবসের মতো শাসক শিবিরের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু শিলিগুড়ি পুলিশ সেই কর্মসূচির অনুমতি দিল না।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের বলেন, ‘ভারতীয় জনতা যুবমোর্চা ২১ জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই কর্মসূচির অনুমতি মেলেনি।’ পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই নিয়ে তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে নিশ্চয়ই পুলিশ অনুমোদন দেবে না। সেটা পুলিশই ভালো বুঝবে।’