• অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক, শ্রাবণী মেলা সুষ্ঠ পরিচালনার লক্ষ্যে নেওয়া হলো একাধিক পরিকল্পনা...
    আজকাল | ০৯ জুলাই ২০২৫
  •  

    মিল্টন সেন,হুগলী,৮ জুলাই: তারকেশ্বরের শ্রাবণী মেলা সুষ্ঠ এবং নিরাপদ করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। নেওয়া হলো একাধিক পরিকল্পনা। এই মর্মে মঙ্গলবার তারকেশ্বর টুরিস্ট লজে রাজ্যের সাত মন্ত্রী এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায় বৈঠক। ছিলেন রাজ্যের মন্ত্রী,অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য, মন্ত্রী পুলক রায়, মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হুগলির জেলা শাসক মু্ক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিস সেন সহ বিধায়ক এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। 

    সুষ্ঠভাবে সদ্য সম্পন্ন হয়েছে দীঘা রথযাত্রা উৎসব। আসন্ন তারকেশ্বরে শ্রাবণী মেলা। এদিন রাজ্যের একাধিক মন্ত্রী এবং জেলা প্রশাসনের কর্তারা বৈঠক করে জানালেন মেলা সুষ্ঠ পরিচালনার ক্ষেত্রে নেওয়া একগুচ্ছ পরিকল্পনার কথা। গোটা শ্রাবণ মাস ধরে তারকেশ্বরে চলে শ্রাবণী মেলা। সারা দেশ থেকে ভক্তরা আসেন তারকেশ্বরে। শেওড়াফুলি থেকে গঙ্গার জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিমি পথ পারি দিয়ে তারকেশ্বর মন্দিরে গিয়ে সেই জল ঢেলে পূন্য অর্জন করেন। মনস্কামনা পূরন করেন। সপ্তাহের অন্যান্য দিনগুলির থেকে শনি রবি সোমবার বিশেষ ভিড় হয়ে থাকে। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কয়েক লক্ষ জলযাত্রী বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর পৌঁছান। এই দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে যাতে তাঁদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, তাই প্রশাসনিক উদ্যোগে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

    দূর থেকে যারা আসেন তাঁদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকছে। পাশাপাশি সারা রাত ট্রেন চলাচল করার ব্যবস্থাও করা হয়েছে। বহু মহিলা যাত্রী থাকেন। তাঁদের নিরাপত্তার জন্য থাকছে বাড়তি পুলিশ। কন্ট্রোলরুম থেকে টানা নজরদারি চালানো হবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। জেলাশাসক মুক্তা আর্য্য জানিয়েছেন, এবারই প্রথম শ্রাবণী মেলা সুষ্ঠ পরিচালনার লক্ষ্যে সরকারি ভাবে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যে ওয়েবসাইট থেকে দূরদূরান্তের ভক্তরা জানতে পারবেন, কখন কোন কোন ঘাট থেকে জল তোলা যাবে। কোথায় কোথায় ভান্ডারা মিলবে। কোথায় শৌচালয় আছে। আবার বাস বা ট্রেনের সময়। কখন পাওয়া যাবে, ইত্যাদি। জেলা প্রশাসনের তরফে এবার শ্রাবণী মেলা নিয়ে বারতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    বৈঠক শেষে মন্ত্রী অরুপ বিশ্বাস বলেছেন, ঠিক যেমন ভাবে গঙ্গাসাগর মেলা, দীঘার রথযাত্রা সম্পন্ন করা হয়েছে, সেভাবেই তারকেশ্বরের শ্রাবণী মেলাও হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন দীর্ঘ আলোচনা হয়েছে। অনেক বড় মেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। মেলা যাতে সুষ্ঠুভাবে সুন্দর ও নিরাপদে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে একটাই সমস্যা, রাস্তাগুলো অপ্রসস্ত। প্রশাসন সদা প্রস্তুত থাকবে। আশা করা যায় কারোর কোনও সমস্যা হবে না। মন্ত্রী বেচারাম মান্না আরও  জানিয়েছেন, শ্রাবণী মেলা চলাকালীন ২১ জুলাই ধর্মতলা সমাবেশ হবে। সেদিন সোমবার পড়েছে। বিশেষ করে সোমবার তারকেশ্বরে পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে। তারকেশ্বর লাইনের যাঁরা ট্রেনে ধর্মতলা সমাবেশে যাবেন, ট্রেনে উঠতে কোনও সমস্যা হলে তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে। 

    ছবি পার্থ রাহা।চীনা
  • Link to this news (আজকাল)