• গত ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস, বাবাও জন্মেছেন এদেশেই, তাও এল এনআরসি নোটিশ, তীব্র ক্ষোভ প্রকাশ মমতার ...
    আজকাল | ০৯ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উপযুক্ত নথি দেখানোর সময়সীমা বেঁধে দিয়ে কোচবিহারের দিনহাটার এক বাসিন্দার কাছে এল এনআরসি নোটিশ। নোটিশ পাঠিয়েছে অসম সরকার। ঘটনা প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

    এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইংরেজি ও বাংলা ভাষায় লেখেন, 'আমি হতবাক ও বিচলিত যে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এই বাংলার কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ইস্যু করেছে। গত ৫০ বছর ধরে তিনি এখানকার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহে হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছু নয়। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং তাঁদের নিশানা করার একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত চলছে।' ক্ষুব্ধ মমতার অভিযোগ, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার এটি হল বিজেপির একটি অপচেষ্টা। 

    এই অবস্থায় সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সংবিধানিক কাঠামো ধ্বংস হলে বাংলা চুপ করে থাকবে না।‌ 

    অন্যদিকে উত্তমকুমার ব্রজবাসীকে এই নোটিশ পাঠানোয় হতবাক স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের দাবি, জন্মগতভাবেই উত্তম দিনহাটার বাসিন্দা। তাঁদের পরিবার পাঁচ পুরুষ ধরে এলাকায় পরিচিত। 

    জানা গিয়েছে, নোটিশে উত্তমকে বলা হয়েছে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখাতে পারলে তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এবিষয়ে উত্তম জানিয়েছেন, 'দিনহাটায় জন্মেছি। আমার বাবাও দিনহাটায় জন্মেছেন। আমার বয়স এখন ৫০ বছর। আমার বাবা কোনোদিন অসমে গিয়েছেন কিনা সেটা না জানলেও আমি কোনোদিন অসম যাইনি। এই নোটিশের অর্থ কী! আতঙ্কিত হয়ে পড়েছি।' 

    গত জানুয়ারি মাসে পুলিশ ও প্রশাসনের মারফত এই চিঠি পান উত্তম। প্রতিবেশীদের দেখানোর পর জানতে পারেন তাঁকে অসম সরকার অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে উত্তম অসম সীমান্ত দিয়ে উত্তম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সেই থেকেই তিনি কোচবিহারে বসবাস করছেন।‌ সেইসঙ্গে উত্তম সম্পর্কে বলা হয়েছে, তিনি পুলিশ ভেরিফিকেশনে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সেজন্য তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।‌
  • Link to this news (আজকাল)