একের পর এক তৈরি হচ্ছে তারকা, ক্রীড়া অ্যাকাডেমির মাধ্যমে দেশকে উন্নত করতে বিশেষ উদ্যোগ রেলের...
আজকাল | ০৯ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র পরিবহন পরিষেবাই নয়, ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও সমানভাবে উদ্যোগী হয়েছে পূর্ব রেল। এর লক্ষ্য, ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের তৈরি করা এবং যুবসমাজের মধ্যে খেলা সম্পর্কে উৎসাহ বাড়ানো। বিশ্বব্যাপী কোভিড মহামারির ধাক্কা কাটিয়ে উঠে যখন আমজনতা জীবনযাত্রা নতুন করে শুরু করেছিল সেই সময় পূর্ব রেল এক অভিনব প্রয়াসের সূচনা করে। ২০২২ সালের এপ্রিল মাসে বেহালার স্পোর্টস কমপ্লেক্সে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালু করা হয়, যার লক্ষ্য ছিল কিশোর-যুবদের মধ্যে ক্রীড়াভ্যাস গড়ে তোলা এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়া।
এই উদ্যোগ ভারতীয় রেলের দীর্ঘকালীন ক্রীড়া অনুরাগ ও কেন্দ্র সরকারের ‘খেলো ইন্ডিয়া, খেলো’ কর্মসূচির বাস্তব রূপায়ণ। এমনকি, এই অ্যাকাডেমিতে রেল কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অল্প সময়েই এই অ্যাকাডেমি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এরপর একে একে গড়ে ওঠে ঘোলসাপুর স্পোর্টস কমপ্লেক্সের সাঁতার ও ডাইভিং অ্যাকাডেমি, যেখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে। এই অ্যাকাডেমি থেকে উঠে আসা ডাইভার শুভম হোড় এবং অভ্র সরদার ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে রূপো পদক জয় করে নজর কেড়েছেন।
তবে সম্প্রতি ২০২৫ সালের এপ্রিল মাসে উদ্বোধন হওয়া ‘লক্ষ্য’ দাবা অ্যাকাডেমি নতুন সংযোজন। এই দাবা প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন অভিজ্ঞ কোচ ও গ্র্যান্ডমাস্টাররা। পূর্ব রেলের এই ক্রীড়া অ্যাকাডেমিগুলিকে বিশেষ করে তুলেছে নিখুঁত তত্ত্বাবধান, ব্যক্তিগত মনোযোগ, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। পরিকাঠামোগত দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে এই অ্যাকাডেমিগুলি। সংখ্যার ওপর পূর্ব রেলের বিশেষ জোর না থাকলেও, বর্তমানে ৭০০-রও বেশি প্রশিক্ষণার্থী নিয়মিতভাবে এই অ্যাকাডেমিগুলিতে অংশ নিচ্ছে।