• ভারী বর্ষণ শুরু হতেই ডিভিসি জল ছাড়তে শুরু করল, এবার রাজ্যে বন্যা পরিস্থিতি?‌ 
    আজকাল | ০৯ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কলকাতার বেশির ভাগ রাস্তা জলমগ্ন। রেললাইনে জল জমার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। শিয়ালদহ বিভাগের মেন লাইন এবং বনগাঁ শাখার বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। দক্ষিণের বেশির ভাগ জেলাতেই একই পরিস্থিতি। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

    মঙ্গলবার দুপুরেও বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। ভোর রাত থেকেই চলছে বৃষ্টি। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। লালবাজার, ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা এলাকা–সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রবল বৃষ্টির ফলে ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজারের একাংশ থেকে শুরু করে বেহালা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ-সহ বিস্তীর্ণ অঞ্চলে জল জমেছে। এই সব এলাকা থেকে জল বার করার চেষ্টাও চলছে।

    দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ভাসছে। একাধিক জায়গা জলমগ্ন। পাশাপাশি সুন্দরবনের বেশির ভাগ অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে। জলমগ্ন একাধিক এলাকা।মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাকি জেলাতেও একই অবস্থা। মঙ্গলবার দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
  • Link to this news (আজকাল)