• বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ধসে বিপর্যস্ত সিকিমের ‘লাইফলাইন’! সমস্যায় স্থানীয় এবং পর্যটকেরা
    আনন্দবাজার | ০৮ জুলাই ২০২৫
  • ধসের কারণে শিলিগুড়ি-সিকিমের মধ্যে সড়কপথে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। পুরোপুরি বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয়েরা তো বটেই জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকেরা।

    সোমবার সেবকের করোনেশন সেতুর কাছে আচমকাই ধস নামে। সেই ধস সরিয়ে সোমবার সাময়িক ভাবে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হয়েছিল। কিন্তু বিশেষ সুবিধা হয়নি। ফলে মঙ্গলবার সকালে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হল সিকিমের ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। পাহাড় থেকে নেমে আসা বড় বড় পাথরের চাঁই ছড়িয়ে আছে রাস্তার উপর। সেগুলি সরাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক মেশিন। পাথর ভেঙে টুকরো করে সেগুলি রাস্তা থেকে সরানোর কাজ চলছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মতে, এই কাজ যথেষ্ট সময়সাপেক্ষ। শুধু তা-ই নয়, পাহাড় বেয়ে যে পাথর নেমে আসছে রাস্তার উপর, তা কী ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

    শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার একমাত্র প্রধান যোগাযোগের পথই হল ১০ নম্বর জাতীয় সড়ক। শুধু স্থানীয়েদের জন্য নয়, পর্যটক এবং সেনাবাহিনীর কাছেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন এবং পর্যটকেরা। ঘুরপথে গন্তব্যে পৌঁছোতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আপাতত সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়তে পারে।
  • Link to this news (আনন্দবাজার)