• ‘পথের কাঁটা সরল’, স্বামীকে খুনের পর ফোনে প্রেমিককে জানায় স্ত্রী! হুগলি হত্যাকাণ্ডে নয়া তথ্য
    প্রতিদিন | ০৮ জুলাই ২০২৫
  • সুমন করাতি, হুগলি: পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় প্রেমিকের সহযোগিতায় স্বামীকে খুন করে স্ত্রীই! কাউকে জানালে মেয়েকেও খুনের হুমকি দিয়েছিল সে। হুগলিতে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্য়েই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কারও কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    জানা গিয়েছে, মৃতের নাম বরুণ দাস। হুগলির গোঘাটের বাসিন্দা ছিলেন তিনি। স্ত্রী মিতা ও মেয়েকে নিয়ে সংসার তাঁর। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন যুবক। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়। এরপর তদন্তে নেমে গত রবিবার রাজগ্রামের জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মৃতের স্ত্রীর পরকীয়ার তথ্য। সূত্রের খবর, তন্ময় নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিতার। প্রেমিকের হাত ধরে ঘরও ছেড়েছিল সে। পরবর্তীতে শ্বশুরবাড়়িতে ফেরে।

    কিন্তু প্রেম যে কোনও বাধা মানে না। এক্ষেত্রেও তা-ই হয়। এক পর্যায়ে পথের কাঁটা স্বামীকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় মিতা। সেই মতো প্রেমিকের সঙ্গে বসে তৈরি করে নীলনকশা। পুলিশ সূত্রে খবর, মদের আসরেই নাকি স্বামীকে খুন করে মিতা। গোটা সময়টা ফোনে ছিল প্রেমিক তন্ময়। মৃত্যু নিশ্চিত হতেই প্রেমিককে জানায়, ‘পথের কাঁটা সরে গেল।’ এই হাড়হিম কাণ্ড দেখে ফেলেছিল মৃতের মেয়ে। কাউকে কিছু জানালে তাকেও খুনের হুমকি দেয় মা। ফলে সে সবটা গোপন করে যায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না।
  • Link to this news (প্রতিদিন)