আজকাল ওয়েবডেস্ক: রাতভর বৃষ্টিতে ফের জল জমার ছবি ধরা পড়ল শহর কলকাতা জুড়ে। মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় জলযন্ত্রণার ছবি ধরা পড়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের কারণে আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার রাত থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাজুড়ে। এদিন সকালে ব্যাপক অফিস টাইমে কমে গিয়েছে যানবাহনের সংখ্যাও। ব্যাপক বৃষ্টির কারণে জল জমেছে টেকনোপলিস, নিউটাউন বাস স্ট্যান্ড এলাকাতেও। সকাল থেকেই ট্রাফিকের ভয়াবহ অবস্থা।
স্টেশন চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ডানলপগামী লেন অধিকাংশটাই জলের তলায়। এমনকি, জল জমে গিয়েছে গোটা হাওড়া জুড়ে। এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। রাতভর এবং ভোরের দিকেও ভারী বৃষ্টির ফলে শিয়ালদহ শাখার বেশ কিছু স্টেশনে লাইনে জল জমার ঘটনা ঘটেছে। তার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ময়দানে নেমেছেন রেলের কর্মীরা। শিয়ালদহ মেইন শাখায় বেশির ভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় রেললাইনে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল-টেলিকম, অপারেটিং ও অন্যান্য বিভাগের কর্মীরা নেমেছেন ময়দানে।