• নিম্নচাপের জের, আগামী এক সপ্তাহ জেলায় জেলায় প্রবল ঝড়-জল, দুর্যোগের বড় আপডেট হাওয়া অফিসের...
    আজকাল | ০৮ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষার মাঝামাঝি ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর প্রান্তে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ ঘণীভূত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে। 

    এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু দুর্যোগের। সোমবার থেকেই জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। শহর কলকাতার একাধিক জায়গা টানা বর্ষণে জলমগ্ন। এই অবস্থায় আরও দুর্যোগের আপডেট। হাওয়া অফিস জানাচ্ছে, ৮ জুলাই থেকে ১৪ জুলাই দুই বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা। 

    ৮ জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দিনভর। এছাড়াও ঝড়ের গতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা।

    ৯ থেকে ১৪ জুলাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। সকাল থেকেই আকাশের মুখ ভার খাস কলকাতার। সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতার দক্ষিণ থেকে উত্তরে। হাঁটুজল শহরের একাধিক অঞ্চলে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। হাওয়া অফিসের তথ্য, আগামী কয়েকঘণ্টায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায়।

    মেদিনীপুর, পুরুলিয়ায় কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের চেয়ে তুলনায় বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরের জেলাগুলিতে।
  • Link to this news (আজকাল)