গুরুতর অসুস্থ জাকির হোসেন, ভর্তি করতে হল হাসপাতালে
আজকাল | ০৮ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। সোমবার রাতে বাড়িতে বসে কাজ করার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন তৃণমূলের এই বিধায়ক। এরপর তাঁকে তড়িঘড়ি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
বিধায়ক ঘনিষ্ঠ তথা রঘুনাথগঞ্জ -১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন, 'সোমবার রাতে জাকির হোসেনের শিরদাঁড়ায় এবং শরীরের অন্যান্য অংশে হঠাৎ করে প্রবল যন্ত্রণা শুরু হয় এবং তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।'
তিনি বলেন, ' চিকিৎসকরা জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি থাকতে বললেও বিধায়ক রাতে বাড়ি চলে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা এখনও সম্পূর্ণ স্থিতিশীল না হওয়ায় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ 'বেড রেস্টে' থাকার জন্য পরামর্শ দিয়েছেন।'
প্রসঙ্গত ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সুতি থানার অন্তর্গত নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা আসার সময় ওই স্টেশনে একটি ভয়াবহ আইইডি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন জাকির হোসেন-সহ প্রায় ২৫ জন। বোমা বিস্ফোরণের ঘটনায় জাকির হোসেনের পায়ে এবং হাতে গুরুতর চোট লাগে এবং দীর্ঘদিন তিনি চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখানেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় দক্ষিণ ভারতের একাধিক হাসপাতালে চিকিৎসা করিয়েছেন জাকির হোসেন।
বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহত হওয়ার পর থেকে তাঁর অনেক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। নিমতিতা বিস্ফোরণের তদন্তভার এনআইএ নেওয়ার পর এখনও পর্যন্ত মোট ৩ জন গ্রেপ্তার হয়েছে।
অন্যদিকে, কলকাতায় তৃণমূল ভবনে মঙ্গলবার জঙ্গিপুর পুরসভা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে জাকির হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সেই দলীয় বৈঠকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তা বলাই বাহুল্য ।প্রসঙ্গত, ২১ আসন বিশিষ্ট জঙ্গিপুর পুরসভায় সম্প্রতি ১১ জন কাউন্সিলর বর্তমান পুরপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেছেন। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জঙ্গিপুর পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলর, রঘুনাথগঞ্জ শহরের দু'জন দলীয় সভাপতি এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এবং চেয়ারম্যান জাকির হোসেনকে পুরসভায় অনাস্থা সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করার জন্য ৮ জুলাই কলকাতা তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছিলেন।সূত্রের খবর রাজ্য নেতৃত্ব চায় না পুরসভায় অনাস্থা আনা হোক। তৃণমূল সূত্রের খবর, জাকির হোসেন হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি এবং তাঁর অনুগামী কাউন্সিলররা এই বৈঠকে অংশগ্রহণ করতে পারছেন না। তবে চেয়ারম্যান-সহ বাকি বেশ কিছু কাউন্সিলর ইতিমধ্যেই সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য কলকাতা এসে হাজির হয়েছেন বলে জানা গিয়েছে।
জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বলেন,' আমরা বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করছি। তবে দলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য পুরসভার ১৫ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে আমরা ৭ জন কলকাতা এসেছি।'