• টানা দুর্যোগ উপকূলে, ভাসছে জেলা, উত্তাল সমুদ্র থেকে ফিরছেন মৎসজীবীরা...
    আজকাল | ০৮ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঘোর বর্ষা, নিম্নচাপের ভ্রূকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ। উপকূলে গত কয়েকদিন ধরেই কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি। উত্তাল সমুদ্রে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে, যাঁরা আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, তাঁরা সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না।। তাঁদের উপকূলে ফিরে আসতে হচ্ছে । 

     মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলার গুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। 

    তবে, মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কীভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। 

     সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভাল মাছ পড়েছিল। এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে, মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)