প্রয়াত হলেন আরএসপি নেতা এবং বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায় (৭৯)। ফুসফুসের সমস্যায় বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোমবার তাঁর মৃত্যু হয়েছে।
আরএসপি-র নেতা ও সাংসদ ননী ভট্টাচার্যের মৃত্যুতে বহরমপুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল ১৯৯৪ সালে। সে বারই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে সাংসদ হয়েছিলেন বহরমপুরের গুরুদাস তারা সুন্দরী ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক প্রমথেশ। সেই থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৭ বার ওই কেন্দ্রে আরএসপি-র প্রার্থী হয়েছিলেন। জিতেছিলেন তিন বার, তার মধ্যে দু’বারই সিদ্ধার্থ শঙ্করকে হারিয়ে। আবার প্রমথেশকে হারিয়েই বহরমপুরে সাংসদ-জীবন শুরু হয়েছিল কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
জেলা রাজনীতি থেকে শুরু করে আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছিলেন প্রমথেশ, সব মহলে আদৃত ছিলেন তাঁর রাজনৈতিক নিষ্ঠা ও নিপাট ভদ্র ব্যবহারের জন্য। প্রাক্তন সাংসদের মৃত্যুতে আরএসপি এবং বাম নেতৃত্ব তো বটেই, শ্রদ্ধা জানিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র-সহ অন্য সব দলের নেতারাও। অধীরের স্মৃতি চারণ, ‘‘তাঁর সততা, ভদ্রতা, শিক্ষা, তাঁর জ্ঞান ছিল অতুলনীয়। তিনি রাজনৈতিক সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। আজকের দিনে যা বিরল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু বাইরেও ছিল তাঁর সঙ্গে আমার সু-সম্পর্ক।’’