• ঘটনাস্থল পরিদর্শন, আজ শুনানি কোর্টে
    আনন্দবাজার | ০৮ জুলাই ২০২৫
  • আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে খুন-ধর্ষণের ঘটনাস্থলে তাঁর পরিবারের কৌঁসুলি যেতে পারবেন কি না, তা আজ, মঙ্গলবার জানা যেতে পারে। সোমবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অরিজিৎ মণ্ডল জানান, আজ, মঙ্গলবার আর্জির শুনানিতে অভিযুক্ত তথা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সশরীরে হাজির থাকতে হবে। সব পক্ষের মতামত শোনারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে কোর্ট। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিৎকে জামিন দিয়েছে আদালত। তবে দুর্নীতি মামলায় এখনও জেল হেফাজতে আছেন সন্দীপ।

    আর জি কর কাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার আর্জি হাই কোর্টে জানিয়েছিলেন নির্যাতিতার কৌঁসুলি ফিরোজ এডুলজি। সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিয়ালদহ কোর্টকে সঁপেছে হাই কোর্ট। এ দিন সেইআর্জির শুনানিতে নির্যাতিতার বাবা-মা হাজির থাকলেও সিবিআইয়ের কৌঁসুলি গরহাজির ছিলেন। অমর্ত্য দে এবং রাজদীপ হালদার-সহনির্যাতিতার পরিবারের তিন আইনজীবী আদালতে বলেন, ‘‘সিবিআই এবং রাজ্যকে এই আর্জির কপি দেওয়া হয়েছে। সিবিআই আগেই জানিয়েছে, এতে তাদের আপত্তি নেই।’’ সিবিআইয়ের গরহাজিরা নিয়ে অমর্ত্য বলেন, ‘‘সিবিআই জানত, আজ শুনানি। আজ সকালেও সিবিআই-কে জানানো হয়েছে।’’ বক্তব্য শোনার পর বিচারক শুনানির নতুন দিন ধার্য করেন। অমর্ত্য জানান, সিবিআইকেও হাজির থাকতেবলেছে কোর্ট।

    এ দিন কোর্টের বাইরে নির্যাতিতা বাবা বলেন, ‘‘সিবিআইয়ের আইনজীবী কেন এলেন না, তা বলতে পারব না। আসলে সিবিআইয়ের বিষয়টি নিয়ে আগ্রহ নেই।’’ সিবিআইয়ের আপত্তি না-থাকা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘সেটা সিবিআই লিখিত ভাবে আদালতে জানিয়েদিলেই পারে।’’
  • Link to this news (আনন্দবাজার)