• মর্মান্তিক! ফ্লাইওভারের রেলিং ভেঙে সোজা রেললাইনে মালবোঝাই ট্রাক! ঘটনাস্থলেই মৃত্যু চালকের...
    আজকাল | ০৮ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ল মালবোঝাই ট্রাক। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকের। গুরুতর আহত খালাসিও। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়পুরের ছ’নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায়। জানা গিয়েছে, ওই  ট্রাকটি রড বোঝাই করে নদিয়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল।

    খড়পুরের নিমপুরা এলাকায় ছ’নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের ওভারহেড তার ছিঁড়ে রেললাইনে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ট্রাকের খালাসি। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। তারপর রক্তাক্ত অবস্থায় ট্রাকের খালাসিকে উদ্ধার করে, প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

    অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালবোঝাই ট্রাকটি নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলের রিসেপশন ইয়ার্ডে পড়ে যায়। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)