• রেললাইন জুড়ে জল, অফিস টাইমে লেটে চলছে ট্রেন, যাত্রীদের সুরক্ষায় কী পদক্ষেপ নিল রেল?...
    আজকাল | ০৮ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মৌসম ভবনের তরফে আগেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগেই নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছিল। জানানো হয়েছে, নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা বেড়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। রাতভর এবং ভোরের দিকেও ভারী বৃষ্টির ফলে শিয়ালদহ শাখার বেশ কিছু স্টেশনে লাইনে জল জমার ঘটনা ঘটেছে। তার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ময়দানে নেমেছেন রেলের কর্মীরা।

    শিয়ালদহ মেইন শাখায় বেশির ভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় রেললাইনে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল-টেলিকম, অপারেটিং ও অন্যান্য বিভাগের কর্মীরা নেমেছেন ময়দানে। জানা গিয়েছে, রাতভর পেট্রোলিং এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর মাধ্যমে ব্যাপক জল জমার পরেও বাতিল হয়নি কোনও ট্রেন। শিয়ালদহ ডিভিশন এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল না করেই পরিষেবা চালিয়ে যাচ্ছে।

    তবে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের তুলনায় বেশ কিছুটা দেরিতে চলছে ট্রেন। বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের যাতে কোনওভাবেই বিপদের মুখে না পড়তে হয়, সে বিষয়ে রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। রেল সূত্রে আরও জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে যেকোনও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এদিন ব্যারাকপুর স্টেশনে পাম্প চালিয়ে রেললাইন থেকে জমা জল সরিয়ে নেওয়ার ছবি ধরা পড়েছে। টিটাগড় প্ল্যাটফর্মের সামনে লাইনে ব্যাপক জল জমার ছবি ধরা পড়েছে। চিৎপুরে ক্রমাগত চালানো হচ্ছে যাতে কোনওভাবেই জল না জমে। 
  • Link to this news (আজকাল)