আজকাল ওয়েবডেস্ক: আষাঢ় সজলঘন আঁধারে..., আষাঢ় এবছরের মতো শেষের মুখে। হাতে আর মাত্র কয়েকদিন। আর আষাঢ়ের শেষ বেলায় প্রবল বর্ষণ বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস সত্যি করে মঙ্গলবার সকাল থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলার জেলায় জেলায়।
সকাল থেকেই আকাশের মুখ ভার খাস কলকাতার। সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতার দক্ষিণ থেকে উত্তরে। হাঁটুজল শহরের একাধিক অঞ্চলে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। হাওয়া অফিসের তথ্য, আগামী কয়েকঘণ্টায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায়।
মেদিনীপুর, পুরুলিয়ায় কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। মঙ্গলবার দিনভর চলবে বর্ষণ। বুধবারের পর, বৃহস্পতিবার থেকে কমতে পারে দক্ষিণবঙ্গের দুর্যোগ। তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকার সম্ভাবনা। অন্যদিকে আগামী দু' দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায়।
বর্ষার মাঝামাঝি ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর প্রান্তে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ ঘণীভূত হয়েছে। যা ক্রমশ সরবে ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে। নিম্নচাপের জেরেই বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। উত্তাল থাকবে সমুদ্র। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিস্থিতি বিচারে।