• নার্সিংহোমে ‘দাদাগিরি’, শর্তসাপেক্ষে আগাম জামিন কৌস্তভ বাগচীর
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জুলাই ২০২৫
  • বারাকপুরে নার্সিং হোমে ‘দাদাগিরি’র ঘটনায় আগাম জামিন পেলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ঘটনার পর দু’বার তাঁকে তলব করে মোহনপুর থানা। প্রথমবার শুক্রবার তাঁকে ডেকে পাঠায় পুলিশ। কিন্তু তিনি কাজে ব্যস্ত আছেন বলে হাজিরা এড়িয়ে যান। এরপর মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সোমবারেই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

    তবে শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তে সহযোগিতা করা, তলব করলে থানায় হাজির হওয়া– এই শর্তসাপেক্ষে আদালত তাঁকে জামিন দিয়েছে। পাশাপাশি চিকিৎসক দিবসের রাতে নার্সিংহোমে কৌস্তভের সঙ্গে আর কারা ছিলেন, তাঁদের চিহ্নিত করারও কাজ শুরু করেছে পুলিশ।

    গত ১ জুলাই এই বিজেপি নেতা বারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীমৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তভ বাগচী তাণ্ডব চালিয়েছিলেন। চিকিৎসক দিবসের রাতে কৌস্তভের আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগের প্রতিবাদে শুক্রবার সকালে সরব হয় তৃণমূল। সোমবার সেই ঘটনায় আগাম জামিন মিলতেই কৌস্তভ জানিয়েছেন, ‘সত্যের জয় হল। আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ ছিল, তা প্রমাণিত হল।’

    উল্লেখ্য, বারাকপুর পুরসভার ১০নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন এলাকায় কৌস্তভের বাড়ি। সেখানে শাসকদলের নেতা-কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সেখানে পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ-সহ একাধিক তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)