• দ্বিতীয় জয় মোহনবাগানের, ফুটবলারদের মধ্যে ঝামেলা, তিন জনকে লাল কার্ড! নেই পরিষেবা, ছাতা দিয়ে বাঁধা হল ব্যান্ডেজ়
    আনন্দবাজার | ০৭ জুলাই ২০২৫
  • কলকাতা লিগে ছন্দে ফিরছে মোহনবাগান। আগের ম্যাচে কালীঘাটকে চার গোলে হারানোর পর সোমবার রেলওয়েকে ২-০ গোলে হারাল তারা। প্রথমার্ধে সন্দীপ মালিক এবং দ্বিতীয়ার্ধে শিবম মুন্ডা গোল করেন। তবে হাড্ডাহাড্ডি ম্যাচে তিনটি লাল কার্ড দেখালেন রেফারি। সঙ্গে একাধিক হলুদ কার্ডও।

    ব্যারাকপুর স্টেডিয়ামে ছিল মোহনবাগানের ম্যাচ। শুরুতেই গোল পেয়ে যায় সবুজ-মেরুন। গোল করেন সন্দীপ মালিক। রেলওয়ের গোলকিপার সুদীপ্ত ঘোষের ভুলেই গোলটি হয়। এমনিতেই মাঠ ছিল বৃষ্টিভেজা, কর্দমাক্ত। তিনি বলের গতিপথ বুঝতে না পেরে গোল ছেড়ে বেশ কিছুটা এগিয়ে এসেছিলেন। তাঁর সামনে থেকে মোহনবাগানের সালাউদ্দিন বল কেড়ে নেন। তাঁর থেকে ভাসানো বলে গোল করেন সন্দীপ।

    একটানা বৃষ্টির জন্য মাঠ পিচ্ছিল হয়ে গিয়েছিল। ফলে বল নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল দুই দলেরই। শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলারেরাই। প্রথমার্ধে রেলের তারক হেমব্রম চোট পান। মোহনবাগানের মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। খালি চোখেই বোঝা যাচ্ছিল চোট গুরুতর। হাত নাড়িয়ে তারক বলেন তাঁকে তুলে নিতে। মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় ন্যূনতম পরিষেবাও দেখা যায়নি। দু’টি ছাতাকে দু’পাশে জুড়ে দিয়ে তাঁর পায়ে ব্যান্ডেজ় বাঁধা হয়। সমর্থকেরা তা দেখে ক্ষোভ উগরে দেন। সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

    হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও দেখা দেয় সমস্যা। প্রাথমিক ভাবে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু মাঠে একটিই অ্যাম্বুল্যান্স ছিল। সেটি চলে গেলে সমস্যায় পড়তে হত। দ্বিতীয় একটি অ্যাম্বুল্যান্স ডাকা হয়। সেটিও আসতে সময় নেয়। সেই অ্যাম্বুল্যান্সে করে তারককে ঢাকুরিয়ার ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেন আরও দ্রুত তারককে হাসপাতালে নিয়ে যাওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে।

    দ্বিতীয়ার্ধে আরও শারীরিক ফুটবল হতে থাকে। ফুটবলারদের সতর্ক করতে রেফারিকে কার্ড বার করতেই হচ্ছিল। সে সময়ই ঝামেলায় জড়িয়ে পড়েন দু’দলের ফুটবলারেরা। সালাউদ্দিন লাল কার্ড দেখেন। রেলের সাহিলকে হলুদ কার্ড দেখানো হয়। এর পর মোহনবাগান খেলোয়াড়দের দিকে সুদীপ্ত তেড়ে যাওয়ার সময়ে তাঁকেও লাল কার্ড দেখান রেফারি। রেলের সন্দীপও লাল কার্ড দেখেন। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে।

    মোহনবাগান ১০ জনে হয়ে যায়। রেল আরও কমে খেলতে থাকে ৯ জনে। সুযোগের ফায়দা তুলে আরও একটি গোল করে মোহনবাগান। পরিবর্ত ফুটবলার শিবম গোল করেন।
  • Link to this news (আনন্দবাজার)