• পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল, IB-র দায়িত্বে নয়া অফিসার
    প্রতিদিন | ০৮ জুলাই ২০২৫
  • মলয় কুণ্ডু: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। বদল এল ইনটালিজেন্স ব্যুরোর ডিজিপি পদে। এতদিন এই পদের দায়িত্ব সামলে আসা আধিকারিককে পাঠানো হল ট্রাফিকে। সোমবার নবান্নের তরফে এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হল।

    বছর ঘোরার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে যে রুটিন রদবদল হবে সেটাই স্বাভাবিক। কিছুদিন আগে আমলা পদে একাধিক রদবদল করা হয়েছিল। এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএসদের মধ্যে বদল করা হল। সিদ্ধনাথ গুপ্ত ছিলেন এসসিআরবি-র ডিজিপি। তাঁকে ইনটালিজেন্স ব্যুরোর ডিজি পদে পাঠানো হল। আবার আইবি-র ডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিংকে পাঠানো হল ট্রাফিকের এডিজি এবং আইজিপি পদে। এই পদে ছিলেন ড. রাজেশ কুমার সিং। তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি এবং আইজিপি (নীতি নির্ধারণ) পদে।

    নবান্নের তরফে জানানো হয়েছে, রুটিন মাফিক এই রদবদল করা হয়েছে। যদিও নেপথ্য কারণ নিয়ে আইপিএস মহলে আলোচনা শুরু হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)