• দিনভর নিখোঁজ শিক্ষক, ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! তারপর…
    প্রতিদিন | ০৮ জুলাই ২০২৫
  • সুমন করাতি, হুগলি: দিনভর বেপাত্তা স্বামী। ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে স্ত্রীর কাছে ফোন। বধূ পুলিশের দ্বারস্থ হতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। অনুমান, টাকা আদায়ে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল গুণধর। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। ইতিমধ্যেই ওই যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টা।

    জানা গিয়েছে, ওই যুবকের নাম দেবকুমার দাস। তিনি পেশায় স্কুলের শিক্ষক। গত ৪ জুলাই হরিপাল থানার বন্দিপুর গ্রামের বাড়ি থেকে বের হন দেব। স্ত্রী অর্পিতাকে জানিয়েছিলেন তিনি তারকেশ্বর যাচ্ছেন। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায় অর্পিতার কাছে। পরেরদিন পুলিশের দ্বারস্থ হন তিনি। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। নিখোঁজ ব্যক্তির মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে, দেব একটি চলন্ত ট্রেনের মধ্যে। ট্রেনটি মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে শনাক্ত করা হয়। পাশাপাশি এই খবর জেলার সমস্ত থানায় ফরোয়ার্ড করা হয়। ঝাঁসি এলাকা থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। সোমবার তাঁকে তোলা হয় আদালতে।

    পুলিশ জানিয়েছে, দেব গত ৪ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। আদৌ কেউ তাঁকে অপহরণ করেছিল? যদি করে থাকে তাহলে তাঁরা কারা? কেন অপহরণ? তা খতিয়ে দেখা হবে। কারণ, নিখোঁজ ব্যক্তির সঙ্গে ট্রেন থেকে দ্বিতীয় কাউকে পাওয়া যায়নি বলেই খবর। 
  • Link to this news (প্রতিদিন)