ছুটে আসছিল এক্সপ্রেস ট্রেন, চোখের নিমেষে সব শেষ হওয়ার আগে মহিলাকে বাঁচালেন জিআরপি কর্মী...
আজকাল | ০৮ জুলাই ২০২৫
মিল্টন সেন, হুগলি: প্ল্যাটফর্ম থেকে নামতে গিয়ে বিপত্তি। মুহূর্তের ভুলে ঘটতে যাচ্ছিল বড় বিপদ। সোমবার দুপুর নাগাদ জিআরপির তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চুঁচুড়ার এক মহিলা যাত্রী।
রেল পুলিশ সূত্রে খবর,হাওড়া বর্ধমান মেন শাখায় পান্ডুয়া স্টেশনে দু নম্বর প্লাটফর্মের হাওড়ার দিকে যাওয়ার শেষ প্রান্তে মহিলা যাত্রী হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টিতে প্ল্যাটফর্ম ছিল ভেজা। দু' নম্বর প্লাটফর্মে শেষ প্রান্তে ঢালু জায়াগায় নামতে গিয়ে পড়ে যান তিনি। বৃষ্টি পড়ছিল ফলে পরিস্থিতি প্রতিকূল ছিল।
হঠাৎ পিছলে রেল লাইনের উপরে পড়ে যান। সেই সময় ওভার ব্রিজের নিচে ডিউটি করছিলেন জিআরপি কর্মী শেখ মহবুল। তিনি দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে ঝাঁপ দেন। সে সময় তিন নম্বরে প্লাটফর্মে ঢুকছিল বর্ধমান হাওড়া লোকাল ও এক নম্বর প্লাটফর্মে ছিল হাওড়া বর্ধমান লোকাল। খবর হয় দু নম্বর প্লাটফর্মে আজমগড় এক্সপ্রেস থ্রু ট্রেন পাস করবে। দ্রুত গতিতে হর্ন বাজিয়ে এগিয়ে আসছিল এক্সপ্রেস ট্রেনটি। ঠিক সেই সময় দুটি লাইনের মাঝখানে পড়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ ওই মহিলা।
জিআরপি কর্মী ওই মহিলাকে টেনে তুলে এক ও দুই নম্বর লাইনে মাঝখানে দাঁড়িয়ে পড়েন। সেকেন্ডের ব্যবধানে রক্ষা পান ওই মহিলা। দ্রুতগতিতে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি।
পান্ডুয়া স্টেশন সংলগ্ন এলাকার এক ফল ব্যবসায়ী শংকর মান্না বলেন, 'এক মহিলা হোঁচট খেয়ে রেল লাইনে পড়ে গিয়েছিলেন। রেল পুলিশ ছুটে এসে তাকে বাঁচায়। রেল পুলিশ তাকে না উদ্ধার করলে বড় দুর্ঘটনা ঘটে যেত।'