কোনও ছুটি নেওয়া যাবে না, আসতেই হবে অফিসে, কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের...
আজকাল | ০৮ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আসতেই হবে অফিসে। প্রস্তাবিত ধর্মঘটের দিন বা আগামী ৯ জুলাই রাজ্য সরকারি কর্মীদের কোনও ক্যাজুয়াল বা অন্য ছুটি নেওয়া যাবে না। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
আগামী ৯ জুলাই ১৭ দফা দাবিতে ১০টি ট্রেড ইউনিয়ন-এর তরফে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট সমর্থনকারী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এবিষয়ে প্রচার করে আসছে। এই প্রেক্ষিতে এদিন রাজ্য সরকারের পক্ষে ওইদিন রাজ্য সরকারি কর্মী এবং সরকার পোষিত সংস্থাগুলির কর্মীদের জন্য এক নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ওইদিন প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধের জন্য কোনও ছুটি অনুমোদিত হবে না। এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, যদি কেউ হাসপাতালে ভর্তি হন বা কারও পরিবারে যদি কোনও মৃত্যু ঘটে সেক্ষেত্রে ছুটি অনুমোদিত হবে। এর পাশাপাশি যারা ৮ জুলাইয়ের আগে থেকে ইতিমধ্যেই ছুটিতে আছেন তাঁদের ক্ষেত্রে ওইদিন ছুটি নিয়ে কোনও সমস্যা নেই।
এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর একদিনের মাইনে কাটা যাবে বলে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অনুপস্থিত কর্মীকে কারণ দর্শাতে হবে। কারণ না দর্শালে বিষয়টি শৃঙ্খলা ভঙ্গের বিষয় বলে ধরা হবে।