ছোটভাই কেন মায়ের বিয়ে দিল? প্রশ্ন তুলে দলবল জুটিয়ে ব্যাপক হামলা বড় ভাইয়ের ...
আজকাল | ০৮ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিয়েছেন ছোটভাই। তাতেই গোঁসা হল বড় ভাইয়ের। দলবল জুটিয়ে মায়ের বাড়িতে গিয়ে ব্যাপক হামলা চালানোর অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ভয়ে নব বিবাহিতা তার মা রীণা ঘোষ তার স্বামীকে নিয়ে ঘরছাড়া। আপাতত বর্ধমান স্টেশনে তিনি রয়েছেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের বাদশাহী রোডের শর্মা পাড়ার ঘটনা।
জানা গিয়েছে, রীণা ঘোষ লোকের বাড়িতে কাজ করতেন। স্বাস্থ্যের কারণে এখন আর কোথাও কাজ করতে পারেন না। তাঁর কথায়, 'ছ'বছর আগে স্বামী মারা যায়। বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য রাজমিস্ত্রির কাজ করা যুবক রাকেশ সরকারকে কয়েকদিন আগে বিয়ে করি। ছোট ছেলে দাঁড়িয়ে থেকে এই বিয়ে দিয়েছে।' তাঁর দাবি, এলাকার লোকজনকেও তাঁরা এই বিয়ের ব্যাপারে জানিয়েছিলেন।
তাঁর স্বামী রাকেশ জানিয়েছেন, 'শনিবার বিকেলে বড় ছেলে দলবল জুটিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। কেন আমি বিয়ে করেছি এটা নিয়েই তার ক্ষোভ। বাড়িছাড়া করার হুমকিও দিয়েছে।'
ছোট ছেলে আকাশ ঘোষ জানান, ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছে। নব দম্পতির হাতে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই। তাঁর অভিযোগ, মা কিছুদিন আগে যেহেতু তাঁকে একটি টোটো কিনে দিয়েছে সেটাই হল বড় ভাইয়ের রাগের আসল কারণ। রীণা ঘোষ দাবি করেন, স্থানীয় থানা ও কাউন্সিলরকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই তাঁর অভিযোগ।