• জমি বিবাদের জের, নদিয়ায় প্রতিবেশীদের হাতে খুন যুবক!
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: জমি বিবাদের জের। প্রতিবেশীদের হাতে খুন যুবক! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কৃষ্ণনগরের কোতোয়ালির টেটিয়ার পশ্চিমপাড়ায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব মৃতের পরিবারের সদস্যরা।

    জানা গিয়েছে, মৃতের নাম গণেশ সরকার। বয়স ৪৮ বছর। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত টেটিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, প্রতিবেশীর সঙ্গে গণেশের জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের। শনিবার রাতে তা বিরাট আকার নেয়। কথা কাটাকাটি চরমে ওঠে। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি বাঁশ নিয়ে গণেশের উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। অচৈতন্য হয়ে যান।

    তড়িঘড়ি গণেশকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শক্তিনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। দোষী অবশ্যই শাস্তি পাবে। জমি নিয়ে দুই পরিবারের বিবাদ বহুদিনের, কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ংকর হতে পারে তা ভাবতে পারেননি কেউ। 
  • Link to this news (প্রতিদিন)