• দীঘায় সোনাবেশে ধুমধাম সহকারে পুজো জগন্নাথ দেবের, গর্ভগৃহে প্রবেশ কবে?
    বর্তমান | ০৭ জুলাই ২০২৫
  • দীঘা, নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকাল ৫টায় সোনাবেশে দীঘায় পুজো হল জগন্নাথ দেবের। মন্দির চত্বরে রথের মধ্যেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এদিন বিকালে সোনার বেশে তিনটি বিগ্রহ সাজানো হয়। তারপর শুরু হয় পুজো। সকাল থেকেই ভক্তরা লাইন দিয়ে মন্দিরে ঢুকছেন।  শনিবার উল্টোরথে মাসির বাড়ি থেকে রথে চড়ে মন্দিরে ফেরার পর আজ সোনার বেশে সাজানো হল জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। কথিত আছে, মাসির বাড়ি থেকে ফেরার পর মূল মন্দিরে ঢোকার অনুমতি পান না তিন ভাইবোন। কারণ, লক্ষ্মীদেবী পথ আটকে দাঁড়িয়ে থাকেন। তাঁকে শ্রীমন্দিরে একা রেখে মাসির বাড়িতে আনন্দ করায় অভিমানে লক্ষ্মীদেবী দ্বার আটকে দাঁড়ান। ফলে তিন ভাই-বোনকে বাইরেই কাটাতে হয়। চলে মান অভিমানের পালা। একাদশী তিথিতে রথের মধ্যেই সোনাবেশে পুজো হয় তিন জনের।এরপর দ্বাদশীর সন্ধ্যায় পালিত হবে অধরপনা। রীতি মেনে, জগন্নাথদেবকে শরবত খাওয়ানো হবে। সবশেষে হবে নিলাদ্রিবিজয় উৎসব। ৮জুলাই ওই উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে।
  • Link to this news (বর্তমান)