• চুঁচুড়া প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে হল পথ কুকুর বিড়ালদের জলাতঙ্কের টিকাকরণ...
    আজকাল | ০৭ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি,৬ জুলাই: পালন করা হলো বিশ্ব জলাতঙ্ক দিবস। রবিবার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় পথের কুকুর বিড়ালদের দেওয়া হলো জলাতঙ্কের টিকা। চুঁচুড়ার সৃজিতা দাস দের'শ পথ কুকুরকে প্রত্যেক দিন খাবার দিয়ে থাকেন। তাদের স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসা করান। নিজে টিউশনি করে যা আয় করেন তার প্রায় সবটাই ব্যায় করেন পথ কুকুরদের জন্য। তিনিও এদিন তাঁর পোষ্যদের জন্য টিকা নিতে আসেন।

    সৃজিতা জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে তিনি পথ কুকুরদের দেখাশোনা করেন। তাঁর মা ভাই দিদিও তাঁকে সাহায্য করেন। বর্তমানে দের'শ কুকুরের দৈনিক খাবারের ব্যবস্থা করেন তিনি। তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। সময়ে সময়ে টিকাও দেন। এই প্রসঙ্গে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, মানুষের মধ্যে এই সচেতনতারই প্রয়োজন। 'হু' (WHO) আগামী ২০৩০ সাল পর্যন্ত ডেড লাইন দিয়েছে, বিশ্বকে জলাতঙ্ক মুক্ত করতে হবে। গোটা বিশ্বে প্রতিবছর সত্তর হাজার মানুষের মৃত্যু হয় জলাতঙ্কে। তার মধ্যে ভারতে সব থেকে বেশি। তাই লুই-পাস্তুর যে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন পোষ্য কুকুর বিড়ালদের যদি সেই টিকা নিয়মিত করানো হয়, তাহলে জলাতঙ্কের ভয় থাকেনা।

    কুকুর কামড়ালে অ্যান্টি র‍্যাভিশ ভ্যাকসিন নিতে বলা হয়। কিন্তু কুকুরদের যদি টিকা নেওয়া থাকে তাহলে জলাতঙ্ক হবার সম্ভাবনা থাকেনা। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হয়। এদিন দুশো পথ কুকুর বিড়ালের টিকা করন করা হয়। প্রোগ্রেসিভ ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটির উদ্যোগে এদিন ওয়ার্ল্ড জুনোসিস ডে পালন করা হয়। সংগঠনের সম্পাদক চিকিৎসক চয়ন ভট্টাচার্য বলেন,লুই-পাস্তুর নয় বছর বয়সী এক বালকের উপর এই টিকা সফল ভাবে প্রয়োগ করেছিলেন। তাই এই দিনটিকে পালন করা হয়। এদিন সংগঠনের সদস্যদের নিয়ে একটি সেমিনার হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ্ এর উপর। মৎস ও প্রাণী সম্পদ বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চঞ্চল মুখোপাধ্যায় সেই সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)