• গাড়ি শিখতে গিয়ে সোজা পুকুরে! কপাল জোরে প্রাণে বাঁচলেন দম্পতি...
    আজকাল | ০৭ জুলাই ২০২৫
  • মিল্টন সেন,হুগলী,৬ জুলাই: স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গিয়ে বিপত্তি। বেশ চলছিল শেখানো পর্ব। আচমকা সামনে পড়ল সাইকেল আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে স্টিয়ারিং ঘোরাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে পড়লো গাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন স্কুল সংলগ্ন এলাকায়।

    স্থানীয় পুকুরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি চার চাকা গাড়ি। পরে ক্রেন নিয়ে এসে টেনে তোলা হয় গাড়িটিকে। জানা গিয়েছে, গাড়ির মালিক সুনীল সাধু তাঁর স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। গাড়ি শেখানোর সময় হঠাৎই কোনও কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এবং নেমে পরে পুকুরে। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় দম্পতিকে। 

    এই প্রসঙ্গে সুনীল সাধু বলেন,একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়। বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পরে জলে ডুবে যায়। কোনও ভাবে গাড়ির গেট খুলে বেরিয়ে আসেন গাড়িতে সওয়ার স্বামী স্ত্রী। পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে। পুকুর পারে এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় ক্রেনে গাড়ি তোলা দেখতে। স্থানীয়রা বলছেন, কাপাসডাঙা জনবহুল এলাকা। বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন দম্পতি।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)