জোয়ারের জলে বিপত্তি! দিঘার কাছে সমুদ্র সৈকতে আটকে গেল পর্যটকদের গাড়ি, তারপর…
প্রতিদিন | ০৬ জুলাই ২০২৫
রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাড়ি নিয়ে সৈকত ভ্রমণে বেরিয়ে বিপদের মুখে পর্যটকরা। দিঘার কাছে সৈকতে কাদাজলে আটকে গেল গাড়ি। জোয়ারের উপচে পড়া জলে তলিয়ে যাওয়ার উপক্রম। প্রাণ বাঁচাতে আর্ত চিৎকার পর্যটকদের। স্থানীয় মৎস্যজীবীরা তা দেখে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে স্থানীয় তালপাটিঘাট উপকূল থানার পুলিশ ট্রাক্টর নিয়ে এসে উদ্ধার করে গাড়ি। নিরাপদে রয়েছেন পর্যটকরাও। শনিবার এই ঘটনার পর ওই এলাকায় যাতায়াত নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
বর্ষাকাল, আবার এখন জোয়ারের মরশুমে। সমুদ্রের জলস্তর বেড়ে সৈকত এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় পর্যটকদের ওই এলাকায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পুলিশও সৈকত বরাবর এলাকায় মাইকিং করে তার কাছাকাছি না যাওয়ার জন্য পর্যটকদের সতর্ক করেছে। কিন্তু তা উপেক্ষা করেই শনিবার দুপুরের পর চারচাকার গাড়ি নিয়ে হিজলির সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল পর্যটকদের দল। সেখানেই ঘটে বিপত্তি।
জোয়ারের জল সৈকতে ঢুকে যাওয়ায় কাদাজলে গাড়িটি ক্রমশ ডুবে যেতে থাকে। পর্যটকরা চিৎকার করতে থাকেন সাহায্যের জন্য। সঙ্গে সঙ্গে স্থানীয় মৎস্যজীবীরা ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। খবর পাঠানো হয় পুলিশে। সঙ্গে সঙ্গে তালপাটিঘাট উপকূল থানা থেকে ট্রাক্টর নিয়ে সেখানে যান। দুটি ট্রাক্টরের সাহায্যে গাড়িটিকে টেনে তোলা হয়। তবে তা বেশ সময়সাপেক্ষ। উদ্ধার পেলেও পর্যটকদের মনে এখনও আতঙ্কের রেশ। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পর্যটকদের বেড়ানোর এই অদম্য নেশার জেরেই যে বিপদ হল, তা বলছেন স্থানীয়রা। সকলকে সতর্ক করা হয়েছে।