• পুত্রবধূকে লাগাতার ধর্ষণ শ্বশুরের, প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মারধর স্বামীর! বাবা-ছেলের কীর্তি শুনে চোখ ছানাবড়া পুলিশের...
    আজকাল | ০৬ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর। বাবার কীর্তি সব জেনেও প্রতিবাদ না করে, উল্টে স্ত্রীকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার গুণধর স্বামীও।

    ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, অশোকনগরে গুমা রাজিবপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকার বাসিন্দা শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয়। 

    বিয়ের পর তাঁদের সংসার ভালই কাটছিল। তাঁদের একটা চার বছরের ছেলেও আছে। কিন্তু সুখের সংসারে 'পথের কাঁটা' ছিল শ্বশুর। গত মাস দুয়েক আগে পুত্রবধূর উপর কু-নজর পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের। তখন থেকেই পুত্রবধূর উপর যৌন নির্যাতন ও লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। 

    শ্বশুরের কীর্তি স্বামীকে জানিয়েছিলেন তরুণী। কিন্তু সোমনাথ স্ত্রীর কথায় কোনও গুরুত্ব না দিয়ে, উল্টে তাঁকেই বেধড়ক মারধর করে। এরপর শঙ্কর বিশ্বাস পুত্রবধূর উপর আরও অত্যাচার চালায়। লাগাতার ধর্ষণ করে বলেও অভিযোগ। এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে শনিবার মাটিয়া থানার দ্বারস্থ হন তরুণী। 

    শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে, শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে এবং সব জেনেও, প্রতিবাদ না করে, চুপ থেকে চক্রান্ত করায় স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশি হেফাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। স্ত্রীকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয়।
  • Link to this news (আজকাল)