চোখে-মুখে জল নিতে যেতেই যা ঘটে গেল, ব্যক্তিকে ছুটতে হল থানায়, ঘটনা জানলে চমকে যাবেন...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আচমকা অসুস্থ বোধ করছিলেন। বাইক দাঁড় করিয়ে কিছু দূরে গিয়ে চোখে-মুখে জল দেন। কিন্তু কিছুটা স্বাভাবিক বোধ করে ফিরে দেখেন নেই তাঁর বাইকটি। চুঁচুড়া বড়বাজার এলাকার হনুমান মন্দিরের সামনে থেকে গত ২৬ শে জুন এক বৃদ্ধের মোটরসাইকেল চুরি হয়।
হঠাৎ বাইক উধাও হয়ে যাওয়ায় তিনি আশেপাশের দোকানদার ও পথচারীদের কাছে খোঁজ করেন, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। এরপর তিনি চুঁচুড়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া থানার তদন্তকারী অফিসার স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যান।
তদন্তে চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসডাঙা এলাকার এক যুবককে চিহ্নিত করে পুলিশ। নাম সুশোভন সরকার ওরফে রাজু। তাকে বাড়ি থেকে প্রথমে আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর তাকে ২রা জুলাই গ্রেপ্তার করা হয়। চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশি হেফাজতে রাজুকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া বাইকটি পুলিশ উদ্ধার করে। আজ অভিযুক্ত রাজুকে আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। মাস তিনেক আগে চুঁচুড়া বারোদুয়ারী থেকে দুটি বাইক চুরি হয়েছিল।সিঙ্গুর থেকে সেই বাইক উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। বড় বাজারে বাইক চুরির ঘটনার সঙ্গে অন্য কোনও দুষ্কৃতী জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।