একটু পরেই ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি, ছুটির দিনেও ভাসবে বাংলা! কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা?...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ছুটির দিনেও অবিরাম বৃষ্টি। রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ। বেলা গড়ালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ভারী বৃষ্টির দাপট। আর দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঘনাবে আরও দুর্যোগের কালো মেঘ। বাড়বে বৃষ্টির দাপট। জারি হল চরম সতর্কতা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার বেলা ১১টার পর আগামী দু'-তিন ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
পাশাপাশি আজ দিনভর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি আজ ও আগামিকাল, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। জারি রয়েছে সতর্কতা।
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির খানিকটা পরিবর্তন হবে। সোমবারের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। তবে মঙ্গলবার থেকে ১১ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মালদহ সহ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।