• নেই কাজ, দু'বেলা খাবারও জোটে না, আর্থিক অনটনে চরম পদক্ষেপ বৃদ্ধ দম্পতির...
    আজকাল | ০৬ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অভাবের তাড়নায় একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক বৃদ্ধ দম্পতি। ৭০ বছরের সন্ন্যাসী কর্মকার ও তাঁর স্ত্রী ৬৫ বছরের ঝর্না কর্মকার শনিবার সন্ধ্যায় বারুইপুর স্টেশন চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

    জানা গেছে, গতকাল সন্ধ্যায় বারুইপুর জিআরপি থেকে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় সন্ন্যাসী কিছুটা সুস্থ হলেও, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সন্ন্যাসী জানিয়েছেন, তাঁদের বাড়ি ডায়মন্ড হারবারে। 

    বৃদ্ধের কথায়, তাঁদের পরিবারে আর কেউ নেই। একসময় ফ্যানের কারখানায় কাজ করতেন তিনি। কিন্তু লকডাউনে সেই কাজটি চলে যায়। তারপর থেকে শুরু হয় চরম অর্থকষ্ট। টাকার অভাবে রোজ খাওয়া জুটত না বলেই জানান তিনি। নানাভাবে চেষ্টা করেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দম্পতি। 

    শনিবার সকালে ডায়মন্ড হারবার থেকে ট্রেনে বারুইপুর আসেন। প্রায় সারাদিন বারুইপুর স্টেশনের চার নম্বরে প্ল্যাটফর্মে কাটিয়ে দেন। সন্ধ্যায় স্টেশন থেকে বেরিয়ে ভারতীয়া রেলগেটের দিকে গিয়ে বিষ কিনে দু'জনে খেয়ে ফেলেন। তারপর আবার চলে আসেন বারুইপুর প্ল্যাটফর্মে। সেখানে দু'জনে অসুস্থ হয়ে পড়লে জিআরপিতে খবর দেন কয়েকজন। জিআরপি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
  • Link to this news (আজকাল)