মৃত্যুর তিনদিন পরেও ফ্রিজারে দেহ! ছেলের দেহ আগলে কেন এমন করল পরিবার...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুর তিন দিন পরেও অষ্টম শ্রেনীর ছাত্রের দেহ সৎকার করলো না পরিবার। বাড়িতে ফ্রিজার করে রেখেছে মৃতদেহ। অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে এমনভাবেই প্রতিবাদ মৃত ছাত্রের পরিবারের। সম্প্রতি এই ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচক থানা এলাকায়।
মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যু হয়। ছাত্রের পরিবারের সদস্যরা অভিযোগ করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয় শ্রীকান্তের।ঘটনার তিন দিন পরেও ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা নেয় নি মানিকচক থানার পুলিশ। তাই সৎকার্য না করে ছাত্রের মৃতদেহ বাড়িতেই বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে।
মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত মৃতদেহ সৎকার্য হবে না। ময়না তদন্তের রিপোর্টে কোনরকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবি। মৃতের বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও।