• গুঠিন জুনিয়র বেসিক স্কুলে এবার স্মার্ট ক্লাসরুম, খুশি পড়ুয়ারা
    বর্তমান | ০৫ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: স্কুলছুট রুখতে এবং পড়ায় খুদেদের আগ্রহ বাড়াতে সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করলেন শিক্ষক-শিক্ষিকারা। হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুঠিন জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকদের উদ্যোগে চালু হয়েছে এই স্মার্ট ক্লাসরুম। স্কুলের কম্পোজিট গ্রান্টের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের অনুদান জুড়ে তৈরি হয়েছে এই ক্লাসরুম। রুমে রাখা হয়েছে মনিটর, মাইক, পর্যাপ্ত আলো ও ইন্টারনেট পরিষেবা।

    স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিস দত্ত বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই উদ্যোগ। দেড়বছর আগে নেওয়া এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় খুশি পড়ুয়া ও শিক্ষকরা। বড় মনিটরে বিভিন্ন কার্টুন দেখানোর পাশাপাশি ছোটোদের ভিডিও দেখিয়ে বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে। স্মার্ট ক্লাসরুমে পড়ার উপযোগী আরও নানা ভিডিও দেখানো হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের কৌতূহল বাড়ছে আরও নতুন নতুন জিনিস জানার। শিক্ষকরাও সুন্দরভাবে পড়ুয়াদের বোঝাচ্ছেন।   

    স্কুলটিতে ১৫৯ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৬ জন। প্রতিটি ক্লাসের পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে আগ্রহ বাড়াতেই এই স্মার্ট ক্লাসরুম।  হেমতাবাদে অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উদ্যোগ নিয়ে অর্থের জোগান দিয়ে এই স্মার্ট ক্লাসরুম তৈরি করেছে। 

    আগামী দিনে অন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও এই উদ্যোগে এগিয়ে আসবেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)