হোটেল নিয়ে বিবাদ, ছেলেকে অপহরণের চেষ্টার অভিযোগে ধৃত সৎ মা ও দিদি
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: সম্পত্তির মালিকানা নিয়ে বিবাদ। যার জেরে প্রথম পক্ষের ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল সৎ মা ও দিদির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শ্যামপুর থানা এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও।
পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি হোটেলের মালিকানা নিয়ে এক ব্যক্তির দুই পক্ষের স্ত্রী ও সন্তানদের মধ্যে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। অভিযোগ, সম্পত্তি হাতানোর জন্য প্রথম পক্ষের ছেলেকে অপহরণের ছক কষেছিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং মেয়ে। এই কাজে কয়েকজন যুবককেও জুটিয়ে ফেলেছিলেন তাঁরা। তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিসের হাতে আসে। যার ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অপহৃত যুবককেও উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫৮ গেট এলাকার এই ঘটনায় পুলিস এখনও পর্যন্ত ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।